শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত! পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ওপেনিং জুটিতে বিনা উইকেটে ১০৯ রান। এমন অবস্থায় মনে হয়েছিল জয় যেন অনেকটাই নিশ্চিত।
কিন্তু হঠাৎ করেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এক পর্যায়ে জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের ঘরে নেমে আসে।
তবুও শেষ পর্যন্ত হাল ধরে রাখেন অধিনায়ক নুরুল হাসান। চাপের মুহূর্তে তার শান্ত ব্যাটিংই দলকে এগিয়ে নেয়। ১৩ বলে অপরাজিত ২৩ রানের দারুণ ইনিংস খেলে তিনি নিশ্চিত করেন জয় । শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
পারভেজ ও তানজিদের সূচনা বাংলাদেশকে যে মজবুত ভিত গড়ে দিয়েছিল, সেটিই আসলে জয়ের পথ তৈরি করে। যদিও মাঝপথে ব্যাটিং লাইনআপ ধসে পড়ায় সেই সুবিধা হারিয়ে যাচ্ছিল।
চরম চাপের সময় নুরুলের সেই ছোট কিন্তু কার্যকর ইনিংস বাংলাদেশকে রক্ষা করেছে। তার ব্যাটিংয়ের মধ্যেই ছিল নেতৃত্বের ছাপ, ছিল স্থিরতা ও আত্মবিশ্বাস।
ম্যাচের ওঠা–নামা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস হরহামেশায় দেখা দেয়। সহজ জয়কে কঠিন করে তোলার পরও শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে টাইগাররা।
সিটিজিপোস্ট/ এসএইচএস