এসএসসি-২০২৫ পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জনকারী নিবিড় কর্মকারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিবিড় কর্মকার এবং তার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় পুলিশ সুপার নিবিড় ও তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর অসামান্য অর্জনের প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং তারা নিবিড়ের এ কৃতিত্বকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার বলেন, "নিবিড়ের এই অসাধারণ অর্জন প্রমাণ করে দেশের শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমে যে কোনো উচ্চতায় পৌঁছাতে সক্ষম।"
চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকার এবার এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১ হাজার ২৮৫। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেলেও কিছু ব্যতিক্রমী ফলাফলের মধ্যে অন্যতম এই শিক্ষার্থী।
সিটিজিপোস্ট/এসএমএফ