অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ অক্টোবর, ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার ঘোষিত ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা মঞ্জুরের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের এই সম্মতি আদেশকে আন্দোলনের “প্রাথমিক বিজয়” হিসেবে উল্লেখ করলেও, পূর্ণাঙ্গ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।”
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার শিক্ষাভবন অভিমুখে 'ভুখা মিছিল' করবে শিক্ষকরা।
এর আগে গত সপ্তাহ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, পদযাত্রা, এবং প্রতীকী অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তাদের মতে, এই দাবিগুলো যৌক্তিক ও ন্যায্য, এবং দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলিত হয়ে আসছেন।
সিটিজিপোস্ট/জাউ




