চট্টগ্রামের পটিয়ায় বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২.৩০ টায় পটিয়া সদরের বিওসি রোডের নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম ফয়সাল (২৫) চট্টগ্রাম মহানগর ছাত্রদল কোতোয়ালী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি এনায়েত বাজার এলাকার আবু সৈয়দের ছেলে। অপরজন, তার সহযোগী মো. সালাউদ্দিন (৩৬)। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার মৃত ওজিউল্লাহর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পটিয়া সদরের বিওসি রোডে হোটেল নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে পাকা রাস্তার উপর পটিয়া থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলে আরোহী দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করলে তাদের হেফাজত থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল (Made in USA), ১টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলো বলে স্বীকারোক্তি দেয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
২২ অক্টোবর, ২০২৫
প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স-এর যৌথ আয়োজনে দেশের ৬৪ জেলায় মূকাভিনয়ের যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ আয়োজনের সূচনা হবে। আয়োজকদের মতে, নীরবতার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসা, যন্ত্রণা, প্রেম, আশাবাদ ও মানবতার কণ্ঠস্বরই এই উদ্যোগে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স-এর যৌথ আয়োজনে দেশের ৬৪ জেলায় মূকাভিনয়ের যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ আয়োজনের সূচনা হবে। আয়ো...