এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি, দুই ধাপে কার্যকর হবে

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি,  দুই ধাপে কার্যকর হবে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ বাড়তি সুবিধা দুই ধাপে কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া পাবেন। অবশিষ্ট ৭.৫ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

এর আগে, আন্দোলনের মুখে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। গত রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা সেই প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

তবে সরকারের ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করার কর্মসূচি রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। পাশাপাশি চলছে আমরণ অনশন কর্মসূচিও।

জানা গেছে, অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
শিক্ষা