প্রজ্ঞাপন না এলে শিক্ষক-কর্মচারীদের মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ অক্টোবর, ২০২৫

প্রজ্ঞাপন না এলে শিক্ষক-কর্মচারীদের মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন আরও জোরালো রূপ নিচ্ছে। আজ (১৪ অক্টোবর) বেলা ১২টার মধ্যে এ দাবিগুলো বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

সারাদেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক-কর্মচারী সেখানে জড়ো হয়েছেন। প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখর পুরো এলাকা।

বিক্ষোভ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “দেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন করা হচ্ছে। এতে শিক্ষাঙ্গন অচল ও স্থবির হয়ে পড়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জরুরি বৈঠকে বসেছেন। আমরা যেকোনো মুহূর্তে সুসংবাদ আশা করছি। তবে দাবি মেনে না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর রূপ নেবে।”

এই কর্মবিরতির কারণে টানা দুইদিন ধরে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। যার প্রভাব পড়ছে বিভিন্ন সরকারি কার্যক্রমেও। বিশেষ করে টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন ও টিকাদান কর্মসূচি অনেক স্থানে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গতকাল শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেন। একইসঙ্গে আটককৃত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষকরা শহীদ মিনারে চলে যান এবং সেখান থেকেই টানা আন্দোলনের ঘোষণা দেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
শিক্ষাজাতীয়