পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন অংকুর বৃত্তি পরীক্ষা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীতে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা উদ্যোগ ‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৫’।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্রগুলো ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কাট্টলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এবং গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ নুরুন্নবী এবং সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।
প্রধান উপদেষ্টা ইব্রাহীম হোসেন রনি বলেন, ১৯৮৫ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত চট্টগ্রামের অন্যতম সাড়া জাগানো শিক্ষাবান্ধব উদ্যোগ ‘অংকুর বৃত্তি প্রকল্প’ শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতি বছর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আমরা অংকুর বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সুনামের সাথে এই বৃত্তি প্রকল্প পরিচালিত হয়ে আসছে। এবারের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘অংকুর বৃত্তি প্রকল্প’ চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও নৈতিক চেতনা গঠনে অবিচ্ছিন্নভাবে ভূমিকা রেখে আসছে।
সিটিজিপোস্ট/এমএইচডি

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)