এশিয়া কাপ সুপার ফোরে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ সুপার ফোরে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

আজ শনিবার, দুবাই ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল টাইগাররা, তাই এই ম্যাচে জয় পেতে এবং প্রতিশোধ নিতে চাইছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয়, এক হার সত্ত্বেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত ছিল না। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল তাদের ভাগ্য। শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর পর বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কিছু পরিবর্তন আনা হয়েছিল। ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় খেলেছেন সাইফ হাসান, তানজিম সাকিবের জায়গায় নাসুম আহমেদ, আর শেখ মেহেদীর জায়গায় রাখা হয়েছিল নুরুল হাসান সোহান।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে আরও কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। লঙ্কানদের ব্যাটিং লাইনে পাঁচজন বাঁহাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী একাদশে ফিরতে পারেন। এই পরিবর্তনের কারণে জাকের আলী হয়তো একাদশে জায়গা হারাতে পারেন।

দুবাইয়ের পিচ স্পিন সহায়ক হওয়ায় বাংলাদেশ তিন স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রাখছে। সম্ভাব্য একাদশে থাকতে পারেন শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, এবং পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ক্যাটাগরি:
খেলা