চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন জমা দিলেন মহিউদ্দীন কাদের

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন জমা দিলেন মহিউদ্দীন কাদের

চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন দক্ষিণ জেলা পেশাজীবী অধিকার পরিষদ সদস্য সচিব মহিউদ্দীন কাদের।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি ভিপি নুরুল হক নুরের নিকট মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জাফর মাহমুদ, সহ-সভাপতি মাস্টার শামসুল আলম, গণঅধিকারের দপ্তর সম্পাদক রিজওয়ান রুপ দিনেশ, পেশাজীবী অধিকার পরিষদ–চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, গণঅধিকারের সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, কেন্দ্রীয় কমিটির টেকসই ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোরশেদ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ–চট্টগ্রাম মহানগরের সভাপতি সাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা শেষে মহিউদ্দীন কাদের বলেন, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম-১১ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসসহ প্রধান সমুদ্রবন্দর, দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিমানবন্দর, নৌ-বিমানঘাঁটি, পদ্মা-মেঘনা-যমুনা তেল ডিপো ও ইস্টার্ন রিফাইনারিসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এ আসনেই অবস্থিত।

তিনি আরও বলেন, “টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষের কাছে ভিপি নুর একটি পরিচিত নাম। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীককে জনগণের কাছে তুলে ধরতে হবে। ঘরে ঘরে যেতে হবে, সংগঠিত হতে হবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের মৌলিক অধিকার, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
রাজনীতিচট্টগ্রাম