চট্টগ্রাম সমিতি লন্ডনের স্বীকৃতি পেলেন মেয়র ডা. শাহাদাত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন লন্ডন সফরে গেলে, চট্টগ্রাম সমিতি লন্ডনের পক্ষ থেকে তাঁকে “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করা হয়। মাত্র ১২ মাসে চট্টগ্রাম নগরীর ৩০ বছরের দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
রবিবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চাটগা হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সমিতি লন্ডনের নেতৃবৃন্দের কাছে আবেদন করেন, সময়ের চাহিদা অনুযায়ী এখন চট্টগ্রামে নিরাশ্রয় ও অসহায় প্রবীণ নাগরিকদের জন্য একটি আধুনিক বৃদ্ধাশ্রম এবং বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বহু স্কুল, কলেজ, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা থাকলেও এখনো প্রবীণদের জন্য নিবেদিত কোনো বৃদ্ধাশ্রম বা ডেডিকেটেড হেলথ কেয়ার সেন্টার গড়ে ওঠেনি।
মেয়রের এই আহ্বানে চট্টগ্রাম সমিতি লন্ডন এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। তারই প্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন ৪০ শতক জমি প্রদানের প্রতিশ্রুতি দেন। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সমিতি লন্ডনের যৌথ উদ্যোগে একটি আধুনিক বৃদ্ধাশ্রম ও হেলথ কেয়ার সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য চট্টগ্রাম সমিতি লন্ডন ১০০ কোটি টাকার ফান্ড রেইজের প্রতিশ্রুতি দিয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি




