চট্টগ্রাম-১০ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীতার দৌড়ে আরিফ মাহমুদ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলি-হালিশহর) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।
ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ বলেন, “চট্টগ্রামের রাজনীতির স্বার্থে, দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে এবং পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দেশের জনগণ যদি পরিবর্তন ও গণতন্ত্রের পুনর্জাগরণের জন্য তরুণদের সুযোগ দেন, তবে আমরা কাজ করে চট্টগ্রামকে একটি আধুনিক শহরে রূপ দিতে পারব।”
তিনি আরও জানান, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জনগণের আস্থা ও পরিবর্তনের প্রতীক হিসেবে লড়তে চান।
সিটিজিপোস্ট/জাউ




