চট্টগ্রামে মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সদরঘাট কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে মন্দিরটি থেকে স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য জানান, রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মন্দিরের দরজার তালা খোলার পর তারা চুরির বিষয়টি বুঝতে পারেন। তিনি উল্লেখ করেন, মন্দিরের মূল ফটকের তালা অক্ষত ছিল; সেটা যেভাবে তালাবদ্ধ করা হয়েছিল, সেভাবেই ছিল। তাদের ধারণা, এক বা একাধিক চোর ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মন্দিরে প্রবেশ করেছে।
চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা দিয়ে সানা ভট্টাচার্য্য বলেন, কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট ও একটি রুপার মুকুট চুরি হয়েছে। এছাড়াও খোয়া গেছে এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, ৪ ভরি ওজনের রূপার মুন্ডমালা এবং চার আনা ওজনের স্বর্ণের লকেট। এর পাশাপাশি মন্দিরের দানবাক্স ভেঙে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকাও চুরি হয়েছে বলে তিনি জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তবে মন্দিরে কোনো সিসি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করা কঠিন হচ্ছে। ওসি আরও বলেন, "সামনের সড়ক ও আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে চোর শনাক্ত করার জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।" এ ঘটনায় রবিবার (৯ নভেম্বর) থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
সিটিজিপোস্ট/এসএসসি




