পাঁচলাইশে অপহরণ করে চাঁদা দাবি: তিন আসামি গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

পাঁচলাইশে অপহরণ করে চাঁদা দাবি: তিন আসামি গ্রেফতার

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা এলাকায় এক যুবককে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. জসিম উদ্দিন বাদী হয়ে সোমবার (১০ নভেম্বর) থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ফয়সাল মাহমুদ (৩০) চিকিৎসার জন্য পাঁচলাইশ মোড়সংলগ্ন পার্কভিউ হাসপাতালে গেলে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদরসহ আরও কয়েকজন তাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে মারধর করে। পরে জোরপূর্বক একটি হাইস গাড়িতে তুলে রাউজান থানার গহিরা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ভয়ে ভুক্তভোগী প্রথমে মানিব্যাগে থাকা ২ হাজার টাকা দেয়। পরদিন সকালে তাকে বিভিন্ন ব্যাংক বুথে নিয়ে গিয়ে ব্যাংক কার্ড ব্যবহার করে ডাচ্ বাংলা ব্যাংক থেকে ১৮ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে দুই দফায় ৪০ হাজার টাকা উত্তোলন করানো হয়। মোট ৬০ হাজার টাকা আদায়ের পর আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চকবাজার থানাধীন প্যারেড গ্রাউন্ড এলাকায় ছেড়ে দেয়।

মামলা দায়েরের পর এসআই মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে একটি পুলিশ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ১০ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে কাতালগঞ্জ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—এজাহারনামীয় আসামি আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম