আনোয়ারায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিসাসের দোয়া মাহফিল
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আনোয়ারা উপজেলা শাখা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছুরত বিবি জামে মসজিদে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নির্দেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহানুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ নাজিম, জিসাস সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদ, মোহাম্মদ রুকন, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, শরীফ মেম্বার, আরিফ জামিল, মোহাম্মদ শওকত, খোরশেদ, শহিদুল ইসলাম, নাঈম, মাসুদ রানা, আবু তাহের, মুজাফফর, তাজুউদীন, কাদের, আবদুল মন্নান ও এনামুল হক সহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর অমানবিক জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। তবুও দেশ ও জনগণ ছেড়ে বিদেশে যাননি দেশনেত্রী। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। এ মুহুর্তে দেশনেত্রীকে প্রয়োজন। দেশের মানুষের দোয়ায় সুস্থ হয়ে ফিরে আসবে দেশনেত্রী।
সিটিজিপোস্ট/জাউ




