বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে আইন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে আইন বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে বর্ণিল আয়োজনে বিদায় অনুষ্ঠান-২০২৫ বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) আইন বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস. এম. শোয়েভ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, “আইনের শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রসেনানী। বিশেষ করে পরিবেশ আইন আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পরিবেশগত সংকট মোকাবিলায় দক্ষ, দায়িত্বশীল ও নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠা আইনজীবীর প্রয়োজন আরও বেশি।”
তিনি আরও বলেন, “আইনশাস্ত্র শুধু আদালতকেন্দ্রিক নয়; এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি নৈতিক দায়িত্ববোধের অংশ। সততা, নিষ্ঠা ও মানবিকতার সমন্বয়ই একজন আইনজীবীর প্রকৃত শক্তি। এই শক্তি নিয়েই তোমরা এগিয়ে যাবে, দেশের সেবা করবে এবং ন্যায়-নৈতিকতার নতুন মানদণ্ড তৈরি করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক মো. তৌহিদুল ইসলাম জিহাদী। সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশপিয়া ও প্রণয় দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, এডভোকেট তাসনুভা নূর, আইন বিভাগের প্রভাষক ফারহাত ইসলাম, প্রাঞ্জল দত্ত ও অহনা দাশ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাঈমুল হোসেইন ও রাফসানুর রহমান রাকিব।

দিনব্যাপী এ আয়োজনে ৩৩ ও ৩৪তম ব্যাচের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাটিকা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে শেষ হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ