বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ চট্টগ্রাম জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদে মাগরিব আনোয়ারা চাতরীস্থ জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, তারেক রহমান, আনিসুর রহমান আনাস, এনামুল হক সজিব, মোঃ তারেক, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আবদুল হান্নান, মোঃ রাশেদ, রিয়াজ উদ্দিন জিকু, মোহাম্মদ সোহেল, রিয়াজ উদ্দিন, ফখরউদ্দীন রাযি, মোঃ আজগর, আসিফ, মোরশেদ, ওয়াহেদ, আসফি, রোহান, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রোকন, সাকিবুল ইসলাম, সালমান খান রিয়াদ, মোঃ আদনান জাবেদ, মোঃ রানা, বাঁশখালী উপজেলা উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মোরশেদ, আক্কাস আলী, জামাল শিকদার, পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতা নুরুল আবেদীন প্রমি, মোহাম্মদ আরাফাত, সায়েম, শফিউল আলম, লোহাগড়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ, মাসুম, চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা আমজাদ হোসেন, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা শফিউল আলম চৌধুরী, আনিসুর রহমান আরফাত, সিঃ যুগ্ম সম্পাদক আরফাত সাঈদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, ফাহিম, বটতলী শাহ মোহসেন আউলিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিক, মোহাম্মদ শাওনসহ প্রমুখ।




