হাটহাজারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মো. কাওসার নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।তাৎক্ষণিকভাবে আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহেদ। তিনি জানান, ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাওসার নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর