মাজার জিয়ারত শেষে ফিরছিলেন, পথেই নিহত ব্যাংকার

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ ডিসেম্বর, ২০২৫

মাজার জিয়ারত শেষে ফিরছিলেন, পথেই নিহত ব্যাংকার

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২৭) নামে এক ব্যাংকার নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন পটিয়ার আশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। তিনি ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার বন্ধু রবিনকে সঙ্গে নিয়ে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করতে গিয়েছিলেন। জিয়ারত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। তার বন্ধু রবিন (২৫) গুরুতর আহত অবস্থায় পটিয়ার বেসরকারি হাসপাতাল শেভরনে ভর্তি আছেন।

আশিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ফয়েজ আহমদ ঘটনাটি নিশ্চিত করে জানান, “মাইজভান্ডার দরবার জিয়ারত শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এলাকার ব্যাংকার নয়ন মারা গেছেন। তার মরদেহ মেডিকেল থেকে বাড়িতে আনা হয়েছে। আহত রবিন বর্তমানে চিকিৎসাধীন।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ