পেকুয়ায় বাসচাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের পেকুয়া উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোহাম্মদ জিহাদ (৯) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে শিলখালি ইউনিয়নের সাঁকোড় পাড় স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বাজার করার জন্য জিহাদ বাড়ি থেকে বের হয়েছিল। পথ অতিক্রমের সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, সাঁকোড় পাড় স্টেশন এলাকায় গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায় না। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে প্রায়ই।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনার পর এলাকাবাসী দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।




