দুই মাসের শিশু হাবিবার মৃ/ত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

সিটিজি পোস্ট প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ অক্টোবর, ২০২৫

দুই মাসের শিশু হাবিবার মৃ/ত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

দুই মাস বয়সী নূর হাবিবার মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শিশুটির চাচা আসাদুল্লাহ অভিযোগ করেছেন, কথিত চিকিৎসক বাদশা আলমগীর ওরফে বি আলমগীরের সহযোগী সোহাগের প্ররোচনায় তার ভগ্নিপতি শিশুটিকে ভর্তি করেছিলেন কক্স ন্যাশনাল হসপিটালে।

পরিবারের দাবি, কোনো বিস্তারিত পরীক্ষা না করে এক্সরে রিপোর্টের ভিত্তিতে টিউমার অপসারণের অপারেশন করা হয়। অপারেশনের সময় শিশুর মাথার পেছনের বড় অংশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ কেটে ফেলা হয়। অপারেশনের কয়েক মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। ২২ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে মরদেহ তড়িঘড়ি করে বের করা হয়।

পরিবার প্রশাসনের কাছ থেকে ন্যায়সংগত ব্যবস্থা না পেয়ে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমের কাছে ঘটনাটি তুলে ধরেন। যাচাইয়ের জন্য কক্সবাজারের কয়েকটি সংবাদসংস্থার সাংবাদিক হাসপাতাল পরিদর্শন করেন।

শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে কথিত চিকিৎসক বি আলমগীর স্পষ্ট উত্তর দিতে ব্যর্থ হন। অনিয়মের বিষয়ে প্রশ্ন তুললে তিনি সাংবাদিকদের উপর ক্ষেপে যান এবং অশালীন আচরণ করেন।

এদিকে গত কয়েক বছর ধরে এই চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ শিরোনামে এসেছে। চিকিৎসক পরিচয় প্রদর্শনের ক্ষেত্রেও রয়েছে সন্দেহ। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন জানালেও, ভিজিটিং কার্ডে লিখেছেন এমবিবিএস (ঢাকা)। এতে তার ডাক্তার পরিচয় নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়।

অপরদিকে অভিযুক্ত ডাক্তার বি. আলমগীর ১১ সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে। অবশ্য সাংবাদিকরা এটিকে গণমাধ্যমে কন্ঠরোধের প্রচেষ্টা বলে মনে করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, "চিকিৎসকের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।"

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
কক্সবাজার