চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিভুক্ত লোহাগাড়ার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এনামুল হককে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, অ্যাডহক কমিটির সভাপতি মৃত্যুবরণ করায় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য “প্রবিধানমালা-২০২৪” অনুযায়ী এনামুল হককে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অ্যাডহক কমিটি পূর্বের মতো সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে এবং প্রযোজ্য আইন অনুযায়ী নতুন ম্যানেজিং কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবে।
এর আগে গত ৫ আগস্ট লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় মিছিলে বক্তব্য প্রদানকালে স্ট্রোক করে অ্যাডহক কমিটির তৎকালীন সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামের মৃত্যু হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।
সিটিজিপোস্ট/এমএইচডি