অক্সিজেন এলাকায় করিম কলোনিতে আগুন: ৫০ ঘর পুড়েছে, সর্বস্ব হারালেন পোশাককর্মীরা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার কেডিএস কারখানার পাশে রেললাইন–সংলগ্ন করিম কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার ( ১ ডিসেম্বর ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কলোনিতে থাকা গার্মেন্টসকর্মীর বাসাবাড়ি পুড়ে ছােই হয়ে যায়। বাসায় আসবাসপত্র, কাপড়-চোপড়, দীর্ঘ দিনের জমানো টাকা সব মুহুর্তেই ছাইয়ের স্তুপ হয়ে যায়। গার্মেন্টসকর্মী রিমু আক্তার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “কারখানা থেকে দৌড়ে এসে দেখি আমার সব শেষ। একটা কাপড়ও বের করতে পারিনি। বাসন, পাতিল, জমানো টাকাসব পুড়ে গেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া দেখে প্রথমে অনেকে ধারণা করেছিলেন কেডিএস কারখানায় আগুন লেগেছে। কারখানায় অ্যালার্ম বাজিয়ে কর্মীদের সতর্কও করা হয়। পরে দেখা যায়, পাশের করিম কলোনিতেই আগুনের সূত্রপাত। কেডিএস কারখানার অগ্নিনির্বাপণকর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেডিএস কারখানার জুনিয়র নির্বাহী (অর্থ) গাজী তৌহিদুল ইসলাম জানান, ধোঁয়া দেখা মাত্রই কারখানায় অ্যালার্ম বাজানো হয়। পরে দেখা যায়, আগুন লেগেছে কলোনিতে। তিনি জানান, কেডিএস চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিয়েছেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৫০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।ফায়ার সার্ভিস আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করছে।
সূত্র: প্রথম আলো
সিটিজিপোস্ট/জাউ




