রাউজানে উত্তর সর্তা ২ দিনব্যাপী তাজাদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ ডিসেম্বর, ২০২৫

রাউজানে উত্তর সর্তা ২ দিনব্যাপী তাজাদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানের উত্তর সর্তায় সমাজ সংস্কারমূলক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ–এর আয়োজনে মহাসমারোহে দুই দিনব্যাপী ২৪তম তাজাদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ও ৭ ডিসেম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নূরানী কমপ্লেক্স ময়দানে এ কনফারেন্স আয়োজন করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)–এর সালানা ওরস মুবারক উপলক্ষে আয়োজিত কনফারেন্সে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া আলীয়া, হামদ–নাত পরিবেশন, দাওয়াতে খায়ের, মিলাদ মাহফিল, তবররক বিতরণ, সংবর্ধনা ও মানবিক সহায়তা প্রদানসহ নানামুখী কর্মসূচি।

প্রথম দিনের সভাপতিত্ব করেন স্থানীয় শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রহমান। দ্বিতীয় দিনের সভাপতিত্ব করেন নগরীর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদারাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুর জামান আলকাদেরী। কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার দরসে নেজামী মাদারাসার মহাপরিচালক অধ্যক্ষ হাফেজ সোলাইমান আনছারি।

দাওয়াতে খায়ের পরিচালনা করেন ফকিহ আবুল হাসান ওমাইর রজভী। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন স্থানীয় গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী। উদ্বোধন করেন উত্তর সর্তা শাখার উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান।

আলোচনায় অংশ নেন শায়খ মাওলানা জয়নুল আবেদীন আল-কাদেরী ও শায়েখ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ হাসান আল আজাহারী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নূরী ও ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ শাহা আলম।

স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ।

সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় শাখার সাবেক সভাপতি ওসমান গনি, মাওলানা সেলিম উদ্দীন ও মাওলানা আবুল মুনচুর।

বক্তারা বলেন, ‘‘আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) এবং তাঁর উত্তরসূরি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) বাংলাদেশের সুন্নিয়তের ভিত্তি সুদৃঢ় করেছেন। তাঁদের প্রজ্ঞাবান নেতৃত্ব ও ধারাবাহিক সাংগঠনিক প্রচেষ্টায় দেশে সঠিক ইসলামি আকিদা, আদর্শ ও রাসূলপ্রেম সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের কর্মময় জীবন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর।’’

কনফারেন্সে উপস্থিত ছিলেন খানকাহ শরীফের পরিচালক আলহাজ্ব গোলাম রহমান, উপদেষ্টা ব্যাংকার ইয়াকুব, হারুন পাশা, মাস্টার জামাল উদ্দীন, মাষ্টার জাফর আলম, রফিকুল আলম সিকদার, মাওলানা সরওয়ার, ইয়াছিন মাহমুদ, তসিলম, মিন্টু, লোকমানসহ আরও অনেকে।

রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে হাজারের অধিক তরিক্বতপন্থী ও ধর্মপ্রাণ সুন্নি জনতা কনফারেন্সে অংশগ্রহণ করেন। শেষে দেশ–জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে তবররক বিতরণ করা হয়।

ওরস মোবারক উপলক্ষে দুইটি গৃহহীন পরিবারকে গাউসিয়া কমিটি বাংলাদেশের অর্থায়নে দুটি আধাপাকা ঘর নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর