প্রবাসীদের পোস্টাল ভোট: চট্টগ্রাম থেকে নিবন্ধন ২১ হাজার ছাড়াল

এখন পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ ডিসেম্বর, ২০২৫

প্রবাসীদের পোস্টাল ভোট: চট্টগ্রাম থেকে নিবন্ধন ২১ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠিতব্য গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা চট্টগ্রাম জেলার প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। তালিকায় এক নম্বরে আছে ঢাকা জেলা এবং দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা জেলার প্রবাসীরা।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টা পর্যন্ত ২ লাখ ৫৪ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ২ লাখ ৩৩ হাজার পুরুষ এবং ২১ হাজারেরও বেশি নারী রয়েছেন।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সৌদি আরব থেকে ৬৫ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ২০ হাজারেরও বেশি, কাতার ১৬ হাজারেরও বেশি, সংযুক্ত আরব আমিরাত ১৫ হাজারেরও বেশি, মালয়েশিয়া ১৪ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১৩ হাজারেরও বেশি এবং যুক্তরাজ্য থেকে ১২ হাজারেরও বেশি নিবন্ধন হয়েছে।

চট্টগ্রাম

বৃহত্তর চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সোমবার বিকেল পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি—৩ হাজার ৭০০ প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ভোট দিতে।

এছাড়া:

  • চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে এক হাজার ৬০০ জনেরও বেশি,

  • চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রায় দেড় হাজার করে প্রবাসী,

  • চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক হাজার ৪০০ জনেরও বেশি,

  • চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে এক হাজার ৩০০ জনেরও বেশি,

  • চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এক হাজার ৩০০ জনেরও বেশি নিবন্ধন করেছেন।

  • এ ছাড়া এক হাজারের বেশি নিবন্ধন হয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি) এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে।

কক্সবাজার জেলা

অপরদিকে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার ৪টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন পাঁচ হাজারেরও বেশি প্রবাসী।

সবচেয়ে বেশি দুই হাজার ৪০০ জনেরও বেশি নিবন্ধন করেছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসন থেকে।

এছাড়া :

  • কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে এক হাজার ৭০০ জনেরও বেশি,

  • কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) থেকে ৬০০ জনেরও বেশি এবং

  • কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে ৫০০ জনেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন।

  • সবশেষ বৃহত্তর চট্টগ্রামের তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ভোট দিতে মোট ৯০০ জনেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন।

ক্যাটাগরি:
জাতীয়চট্টগ্রামকক্সবাজার