মূকাভিনয় প্রদর্শনী ‘নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন’ এর যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫

প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স-এর যৌথ আয়োজনে দেশের ৬৪ জেলায় মূকাভিনয়ের যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ আয়োজনের সূচনা হবে।
আয়োজকদের মতে, নীরবতার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসা, যন্ত্রণা, প্রেম, আশাবাদ ও মানবতার কণ্ঠস্বরই এই উদ্যোগের মূল প্রতিপাদ্য। মূকাভিনয়ের মাধ্যমে নৈঃশব্দ্যের আবেগ, মানবিকতা ও জীবনের নানা অনুরণন তুলে ধরা হবে এই প্রদর্শনীতে।
বাংলার মঞ্চে নীরবতার ভাষায় গল্প বলার এই ঐতিহাসিক যাত্রায় অংশ নিতে শিল্পপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
তাদের আহ্বান- “চলুন, নীরবতার ভাষায় বলি আমাদের গল্প। নৈঃশব্দ্য এবার কথা বলবে বাংলার মঞ্চে।”
সিটিজিপোস্ট/এমএইচডি




