বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্যের প্রতিবাদ
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের সনদ যাচাই সংক্রান্ত যে বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রায় ৫৫০০ কর্মীর মূল্যায়ন পরীক্ষা ও কর্মী ছাঁটাই প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের সনদ যাচাই সংক্রান্ত যে বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও দুঃখজনক।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় জানায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইসলামী ব্যাংকের চারজন কর্মকর্তা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে পাশকৃত প্রায় ৭৭৫ জন শিক্ষার্থীর সনদ যাচাইয়ের জন্য উপস্থাপন করেন। তখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলমান থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর তাদের যৌক্তিক সময় দেওয়ার অনুরোধ করে এবং দ্রুততম সময়ে সনদ যাচাই সম্পন্ন করার আশ্বাস দেয়।
কর্তৃপক্ষের দাবি, পরদিন ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ এক চিঠির মাধ্যমে হঠাৎ সনদ যাচাই প্রক্রিয়া প্রত্যাহার করেন এবং এরপর থেকে ব্যাংক কর্তৃপক্ষ আর কোনো যোগাযোগ করেনি।
বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংকের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও চাকরি হারানো বেশিরভাগ কর্মী চট্টগ্রামের হওয়ায় বিভ্রান্তিকরভাবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নাম বিভিন্ন প্রচার মাধ্যমে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দু:খজনক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামী ব্যাংককে তাদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থে এবং প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে সনদ যাচাইয়ের বিষয়ে যে কোনো যৌক্তিক সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয় সর্বদা প্রস্তুত রয়েছে।
পরিশেষে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদ মাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ইসলামী ব্যাংকের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস




