ভূমিকম্পে চট্টগ্রামে আতঙ্ক: কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি

সিটিজি পোস্ট প্রতিবেদক

অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে চট্টগ্রামে আতঙ্ক: কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল।

এদিকে চট্টগ্রাম নগরীতে কোনো ক্ষয়ক্ষতির ও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও বেলা ৩টা পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা কিংবা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় , ‘‘ভূমিকম্পের কারণে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।’’

নগর পরিকল্পনাবিদদের আশঙ্কা অনুযায়ী, বড় ধরনের ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরের ৩ লাখ ৮২ হাজার ভবনের মধ্যে প্রায় ২ লাখ ৬৭ হাজার ভবন কমবেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম