চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ফ্যাশন ডিজাইনার ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ সময় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার বেলা ১২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন নেতৃত্ব গ্রহণ করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়ম রায় এবং ২৭তম ব্যাচের ফাহামিদা আক্তার, যারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম।
শপথ অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “এই নেতৃত্ব ক্লাবকে আরও সৃজনশীল, সংগঠিত এবং সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাবে।”
প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম বলেন, “নতুন কমিটি ক্লাবের কর্মকাণ্ডে উদ্ভাবনী চিন্তা ও শিল্প-শিক্ষা সংযোগে অগ্রাধিকার দেবে। কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
নবনির্বাচিত সভাপতি প্রিয়ম রায় বলেন, “ফ্যাশন ডিজাইনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষকবৃন্দ, সাবেক ক্লাব নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
সিটিজি পোস্ট/এইচএস