চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগ কার্যালয়ের দখল নিল এনসিপি নেতা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগরের নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের দলীয় কার্যালয় দখলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে এনসিপির শতাধিক কর্মী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্র ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। এ সময় নেতৃত্বে ছিলেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সাথে ছিলেন সংগঠনের কয়েকজন সাবেক সমন্বয়ক ও কর্মীরা।
এ বিষয়ে জানতে গেলে আরিফ মঈনুদ্দিন বলেন, “ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। রাতে এখানে আওয়ামী লীগের কার্যক্রম চলত। আমরা তা জানতে পেরে যাচাই করতে যাই। নিরাপত্তাপ্রহরী কেউ আসে না বলে জানানোর পর তালা খুলে ভেতরে ঢুকে প্রমাণ পাই। তাই আপাতত তালা দিয়ে ভবনটি পর্যবেক্ষণে রেখেছি।”
অন্যদিকে আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারীর বরাতে জানা যায়, “৫ আগস্টের পর থেকে অফিসটি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে এনসিপির শতাধিক কর্মী এসে দখল করে নেয়, শেখ মুজিবের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করে।”
কোতোয়ালি থানা জানায়, “বিষয়টি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, ঐতিহাসিক দোস্ত বিল্ডিং চট্টগ্রামের রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ভবনে আওয়ামী লীগ, বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের ওই কার্যালয়ে এক দফা ভাঙচুরের ঘটনাও ঘটেছিল, যার পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)