লন্ডন সফরের সব খরচ ব্যক্তিগতভাবে বহন করছেন মেয়র শাহাদাত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, তার লন্ডন সফরের পুরো খরচ তিনি নিজেই বহন করছেন। মেয়রের লন্ডন সফরে সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোনো পক্ষের অর্থায়ন নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। এর আগেও কানাডার টরন্টো সফরের সব খরচ ব্যক্তিগতভাবে বহন করেছিলেন মেয়র শাহাদাত।
রবিবার (৯ নভেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মেয়র বলেন, তার অনুপস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।
মেয়র আরও জানান, তিনি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও দাপ্তরিক দায়িত্ব পালন করেন, তবে এসব দিনে সিটি কর্পোরেশনের গাড়ি বা জ্বালানি ব্যবহার করেন না। ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব জ্বালানি ব্যবহার করেই দায়িত্ব পালন করেন তিনি।
লন্ডন সফরকে ঘিরে কোনো বিভ্রান্তি বা গুজবে কান না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন মেয়র শাহাদাত।
চসিক সূত্রে জানা গেছে, মেয়র শাহাদাত শুক্রবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মেয়রের দেশে ফেরার কথা ২১ নভেম্বর।
বিমানবন্দরে মেয়রকে বিদায় জানান চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ ও জিয়াউর রহমান জিয়া।
সিটিজিপোস্ট/এমএইচডি




