আর কিছুদিন পরেই দুর্গাপূজা। মন্ডপে মন্ডপে ঘুরাঘুরি, সেলফি আর আড্ডায় মুখর থাকবে পরিবেশ। কিন্তু গরমে মেকআপ গলে গিয়ে সাজগোজ নষ্ট হওয়ার শঙ্কা অনেকেরই থাকে। বিশেষজ্ঞদের মতে, কিছু কৌশল মেনে চললে মেকআপ সারাদিন টেকসই থাকবে।
ত্বক প্রস্তুত করা জরুরি
রুক্ষ ও শুষ্ক ত্বকে মেকআপ ঠিকমতো বসে না। তাই প্রথমে ত্বক এক্সফলিয়েট করতে হবে, যাতে মৃত কোষ দূর হয়ে ত্বক হয় কোমল। এরপর হালকা বরফ ঘষে নিলে ত্বকের পোরস বুজে যাবে এবং ঘেমে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। পরিষ্কার মুখে টোনার, সিরাম ও অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
প্রাইমার বেছে নিন সঠিকভাবে
মেকআপ দীর্ঘস্থায়ী করার মূল রহস্য হলো প্রাইমার। ত্বকের ধরন অনুযায়ী প্রাইমার ব্যবহার করলে মেকআপ টিকে যায় বেশি সময়। এতে মুখ ইভেন টোন হয় এবং মেকআপের জন্য মসৃণ বেস তৈরি হয়।
হালকা ফাউন্ডেশন বা বিকল্প
গরমে ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা বেস ব্যবহার করাই উত্তম। সিসি বা বিবি ক্রিম ব্যবহার করলে তা ত্বকে আরামদায়ক হয় এবং গলে যাওয়ার সম্ভাবনাও কমে।
ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার
মাসকারা, আইলাইনার ও কাজল বেছে নিন ওয়াটারপ্রুফ। ঘাম হলেও কাজল ছড়িয়ে যাবে না। কাজল দেওয়ার পর হালকা পাউডার ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী হয়। একইভাবে লং লাস্টিং বা ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটে রঙ টিকে থাকবে দীর্ঘ সময়।
শেষে সেটিং স্প্রে
সবশেষে মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে ব্যবহার করা জরুরি। এটি মেকআপ লক করে দেয় এবং গরমেও সাজ নষ্ট হয় না।