চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জফির (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে অক্সিজেন রেল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জফির আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় ট্রেন আসার কারণে রেলগেট বন্ধ ছিল। তবে পাশে থাকা একটি ফাঁকা পথ দিয়ে পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় জফির গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম