দক্ষিণ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ নগরীতে গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৭ অক্টোবর, ২০২৫

দক্ষিণ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ নগরীতে গ্রেফতার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) নগরীর মেহেদীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রদীপ দাশ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের থানা মহিরা গ্রামের বাসিন্দা ও প্রতাপ দাশের পুত্র।

রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মেহেদীবাগের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত প্রদীপ দাশ বিভিন্ন সময় মিছিল ও সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তাকে ডিবি পুলিশ মেহেদীবাগ এলাকার বাসা থেকে গ্রেফতার করে।”

ক্যাটাগরি:
চট্টগ্রাম