নিহতদের মধ্যে ৬ শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন
ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, ‘‘এ ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন।’’ তিনি জানান, ‘‘আহতদের সেবায় তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসক করুরে পাঠানো হয়েছে।’’
প্রতিবেদনে বলা হয়, বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ সমাবেশে যোগ দেন। এসময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা বলেন, "নিহতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং ৩ জন শিশু। আরও মরদেহ আসছে। আহতদেরও অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।"
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, “তামিলনাড়ুর করুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, আমি তাঁদের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সিটিজিপোস্ট/ এসএইচএস