নির্বাচনে ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

নির্বাচনের পাঁচ দিন আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় পরিসরের তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মোট ৯ দিন মাঠে কাজ করবে সব বাহিনী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচনের আগে বিশেষ অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন মিলিয়ে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে।”
তিনি আরও জানান, এই সময়ে যে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মাঠে থাকবে, তার মধ্যে রয়েছে:
১ লাখ সেনাবাহিনী
১ লাখ ৫০ হাজার পুলিশ
৩৫ হাজার বিজিবি
৫ হাজার নৌবাহিনী
৪ হাজার কোস্টগার্ড
৮ হাজার র্যাব
সাড়ে ৫ লাখ আনসার সদস্য
এত সংখ্যক বাহিনী মাঠে থাকায় নির্বাচনের নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”




