বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ ডিসেম্বর, ২০২৫

দেশভিত্তিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে বই পড়া কর্মসূচি আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচি ২০২৪–২৫ এর পুরস্কার বিতরণ এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠান।
হাসিবুল ইসলাম শাকিল, বর্ণি ও আয়েশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক প্রফেসর আবদুল আলিম। তিনি বলেন, “কলেজ পড়ুয়া ছাত্র–ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মেধা ও মনন বিকাশে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়লে মানসিক বিকাশ হয়, নিজের জন্য হলেও বই পড়া জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগঠক আবিদ আল মাহমুদ চৌধুরী ও কুষাণ সেন, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র পরিচালক খন্দকার আবদুল গণি, কলেজ কর্মসূচির সমন্বয়কারী মোহাম্মদ সাআদ উদ্দিন মাহদি, হাসনাত বিন জসিম, সুবাইতা, মহিমা, তুহিন, নাজমুন, তানজিনা, নুসরাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা।
অতিথিরা বলেন, ‘‘বইপড়া কর্মসূচি সময়ের গুরুত্বপূর্ণ আয়োজন। বই পড়ার মাধ্যমে নিজেকে জানার সুযোগ সৃষ্টি হয় এবং বই মানুষের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে। তাই নিজের পাশাপাশি অন্যকেও বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তারা।’’
পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




