চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশকে জখম করে আসামী ছিনতাইয়ের ঘটনায় সাতজন গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ সদস্যকে জখম করে পুলিশ হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দর থানাধীন সিপিআর গেইট সংলগ্ন এলাকায় দুই ছিনতাইকারী—মোঃ ইমাম হোসেন প্রকাশ আকাশ (২৫) ও শাহাজাদ হোসেন (২৫), একজন চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাইয়ের পর বন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করে।
পরে আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য বন্দর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে চমেক হাসপাতালে রেফার করা হয়। এ সময় পুলিশ স্কটের তত্ত্বাবধানে ইমাম হোসেন চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে আনুমানিক ৭ টা ৫০ মিনিটে ইমাম হোসেনের ছোট ভাই হোসেনের নেতৃত্বে আকাশ (প্রকাশ ছোট আকাশ), বেলাল, মুন্না, সোনিয়া, আছমা, সুমাইয়া এবং আরও ২/৩ জন ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের পুলিশ স্কটের উপর হামলা চালায়। এতে কনস্টেবল দেলোয়ার হোসেন আহত হন এবং তারা পুলিশ হেফাজত থেকে আসামী ইমাম হোসেনকে ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পাঁচলাইশ মডেল থানা, চমেক হাসপাতাল পুলিশ বক্স, বন্দর বিভাগ ও বন্দর থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা (নং-১৯, তাং-২২/১০/২০২৫) দায়ের করা হয়, যার ধারা—২২৪/২২৫/১৩০/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড ১৮৬০।
পুলিশ কমিশনারের নির্দেশে গঠিত চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। আছমা (২৮), চট্টগ্রাম বন্দর এলাকা থেকে
২। মোঃ মুন্না (২২)
৩। সুমাইয়া আক্তার (২৪), পতেঙ্গা এলাকা থেকে
৪। মোঃ ইমাম হোসেন প্রঃ আকাশ (২৫)
৫। সোনিয়া আক্তার (২৪), সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে
৬। মোঃ হোসেন (১৯)
৭। রাব্বি প্রঃ ছোট আকাশ (১৯), ইপিজেড থানাধীন আকমল আলী বেডিবাঁধ এলাকা থেকে
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।




