রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটি শহর থেকে স্বেচ্ছাসেবকলীগের মো: সুমন পারভেজকে (৩৮) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ শুক্রবার (০৭ নভেম্বর ) রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
তিনি বরকল থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে শুক্রবার ভোরে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মো. সুমন পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, “সুমন পারভেজের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
সিটিজিপোস্ট/জাউ




