রাঙামাটিতে বিস্কুটের কার্টুনে অবৈধ বিদেশী সিগারেট পাচারকালে অটোরিক্সাসহ আটক ১

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ নভেম্বর, ২০২৫

রাঙামাটিতে বিস্কুটের কার্টুনে অবৈধ বিদেশী সিগারেট পাচারকালে অটোরিক্সাসহ আটক ১

রাঙামাটি থেকে অভিনব কায়দায় বিস্কুটের কার্টুনে প্যাকেটজাত করে পাচাঁরের সময় বিদেশী সিগারেটসহ অটোরিক্সা আটক করেছে নিরাপত্তাবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া আর্মি ক্যাম্পের চেকপোষ্টে সিগারেট ভর্তি অটোরিক্সাটি আটক করেন কর্তব্যরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

এসময় ৫৬৯ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট ও ১৬ কার্টুন বেকারী বিস্কুট ভর্তি কার্টুন পাওয়া যায়। এসময় অটোরিক্সার চালক রোকন উদ্দিন(৪০)কে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ বিদেশী সিগারেট, অটোরিক্সাসহ চালক রোকনকে সংশ্লিষ্ট কাউখালী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র।

কাউখালী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে অবৈধ বিদেশী সিগারেট ভর্তি অটোরিক্সাটির চালক রোকন জানিয়েছেন, রিজার্ভ বাজারের মঞ্জু নামের একজন বিস্কুটের কার্টুন উল্লেখ করে রানীরহাটে পৌছানোর জন্য শনিবার ভোরে বনরূপার ফরেষ্ট কলোনীর মুখ থেকে তার অটোরিক্সায় কার্টুনের ছদ্মাবরণে এসব অবৈধ জিনিসপত্র তুলে দেয়।

এই ঘটনার সাথে জনৈক বেকারি মালিক তারেক নামের আরো একজনও জড়িত রয়েছে বলে জানাগেছে। পরিচিত হওয়ায় বিশ্বাস করে তিনি (অটো চালক) এসব বিস্কুট ভর্তি কার্টুন ভাড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এদিকে রিজার্ভ বাজারের ইদ্রিস মার্কেটের মালিক ও ব্যবসায়ি সংশ্লিষ্ট মঞ্জুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অটোরিক্সা চালক রোকনের অভিযোগ অস্বীকার করেছেন।

একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, বেকারির বিস্কুটের কার্টুনের ছদ্মাবরণে শনিবার ভোরে দুইটি অটোরিক্সায় অবৈধ ভারতীয় সিগারেট ভর্তিকরে রানীর হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের সামনে ও পেছনে দুইটি মোটর সাইকেলযোগে এগুলো পাহারায় নিয়োজিত ছিলো।

একটি অটোরিক্সা ও মোটর সাইকেল আরোহী পার হয়ে চট্টগ্রাম অভিমুখে চলে যেতে সক্ষম হলেও আরেকটি অটোরিক্সা চেকপোষ্টে ধরা পরে। এসময় পেছনে থাকা মোটর সাইকেল আরোহী রাঙামাটিতে ফেরৎ চলে আসে। এই সিগারেট পাঁচারের সাথে রিজার্ভ বাজারের অন্তত চারজন জড়িত আছে বলে বিশ্বস্থ সূত্রটি প্রতিবেদককে নিশ্চিত করেছে।

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম