রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

রাঙামাটিতে অপারেশন ডেভিলহান্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে রাঙামাটি শহরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সামছুল আলম আকাশকে(২৭) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আকাশ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে। সে রাঙামাটি শহরের বনরূপাস্থ কাটা পাহাড় এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশের অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা থেকে আকাশকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকাশ তার সহপাঠিদের নিয়ে পতিত আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচী পালনের পাশাপাশি পলাতক নিষিদ্ধ নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করতেন।

তার বিভিন্ন কর্মকান্ডে আতঙ্কের পাশাপাশি জনমনে শঙ্কার সৃষ্টি করছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ধরনের কর্মকান্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুকনা কেন তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম