বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন সভাপতি নির্বাচন ঘিরে তুমুল আলোচনা চলছে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে কে হবেন পরবর্তী সভাপতি তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। এ প্রসঙ্গে মত দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
গণমাধ্যমকে আশরাফুল বলেন, অভিজ্ঞতার বিচারে আমিনুল ইসলাম বুলবুল এগিয়ে। কারণ, তিনি শুধু খেলোয়াড় নন, বরং দীর্ঘদিন প্রশাসনিক কাজ ও কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। আইসিসির হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। অন্যদিকে তামিমের অভিজ্ঞতা মূলত মাঠকেন্দ্রিক।
আশরাফুল বলেন,বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি যা খুবই জরুরি ছিল। এসব উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।
তিনি আরও যোগ করেন,তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তবে তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব।
তবে তামিমকে অবহেলা করতে চান না আশরাফুল। তার মতে, সভাপতি না হয়েও ক্রিকেট উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে।
তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে কাজ করতে পারেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা।