নিউ ইয়র্কে নতুন মেয়র জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
তিনি নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি সহজ ব্যবধানে পরাজিত করেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। এ জয়ের মধ্য দিয়ে মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। একই সঙ্গে তিনি গত ১০০ বছরে শহরের সর্বকনিষ্ঠ মেয়রও হয়েছেন।
ভোটের ফল অনুযায়ী, জোহরান মামদানি পেয়েছেন ৫১ শতাংশ ভোট, আর তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৯ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ফল মেনে নিয়ে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। স্লিওয়া তার সমর্থকদের উদ্দেশে বলেন, “আমাদের একজন মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভালো করলে আমরা সবাই ভালো করব।”
বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে জোহরান মামদানি বলেন, “নিউ ইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তিনি আরও যোগ করেন, “বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। আজ নিউ ইয়র্কের নতুন জন্ম হলো।”
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শহরজুড়ে উৎসব ও উল্লাস শুরু হয়। বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ওয়াচ পার্টি ও বারে হাজারো মানুষ ভিড় করেন। ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে মামদানির বিজয় পার্টির আয়োজন করা হয়, যেখানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস উপস্থিত থেকে সমর্থকদের সঙ্গে সেলফি তোলেন।
সিটি বোর্ড অব ইলেকশনস জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ১৯৬৯ সালের পর সর্বোচ্চ, প্রায় ২০ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন।
নির্বাচনের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মামদানির বিরুদ্ধে প্রচারণা চালান এবং হুঁশিয়ারি দেন যে, মামদানি জিতলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। তবে সব বাধা উপেক্ষা করে মামদানির এই জয়কে ডেমোক্র্যাট ও বামপন্থী মহল প্রগতিশীল রাজনীতির এক বড় বিজয় হিসেবে দেখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোহরান মামদানির এই বিজয় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বৈচিত্র্য ও প্রগতিশীল রাজনীতির উত্থানের এক ঐতিহাসিক মুহূর্ত।
সিটিজিপোস্ট/জাউ




