যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

দীর্ঘ আলোচনা শেষে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র—পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তান দোহায় যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, সেটিকে আরও সুসংহত করতে ২৫ থেকে ৩০ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তুরস্ক ও কাতার। বৈঠকে উভয়পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে একমত হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিভিন্ন দিক, পর্যবেক্ষণ ও যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। পাশাপাশি শান্তি বজায় রাখতে উভয়পক্ষ একটি কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলবে এবং চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতার উভয় দেশই পাকিস্তান ও আফগানিস্তানের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতায় সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানিয়েছে জিও টিভি।

উল্লেখ্য, প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে যুক্ত পাকিস্তান ও আফগানিস্তান। এই সীমান্তটি ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়।

সম্পর্কের অবনতির অন্যতম কারণ পাকিস্তানের তালেবানপন্থি রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। বহু আগে থেকেই নিষিদ্ধ এই সংগঠনটি এখনো সক্রিয় এবং সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

খবর জিও টিভির।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
আন্তর্জাতিক