চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫
.jpg%3Fv%3D1762078412350&w=3840&q=75)
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের গলিচিপা পাড়ার হাজী বাড়িতে অভিযান চালিয়ে মো. সালমান (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।
অভিযানের সময় তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে সালমানকে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তার সালমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ

.jpg%3Fv%3D1761981742983&w=3840&q=75)


