চট্টগ্রামে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো “আন্-নাবিল বৃত্তি পরীক্ষা–২৫‘’
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে “আন্-নাবিল বৃত্তি পরীক্ষা–২৫”। পরীক্ষায় ইবতেদায়ী তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতি বছরের মতো এবারও আন্-নাবিল বৃত্তি প্রকল্পের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ, ইসলামি আদর্শে তরুণ সমাজের চরিত্র গঠন এবং মাদরাসা শিক্ষাব্যবস্থার যথাযথ মূল্যায়ন করাই এ পরীক্ষার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রসমূহ পরিদর্শন করেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাসন, প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসাইন জুয়েল, আহ্বায়ক মুমিনুল হক, সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূয়া ও আন্-নাবিল বৃত্তি প্রকল্পের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে প্রকল্পের চেয়ারম্যান ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান বলেন, “মাদরাসা শিক্ষায় সন্তানদের উৎসাহিত করতে অভিভাবকদের আরও ভূমিকা রাখতে হবে। ইসলামি শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা যেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করে, সেটাই আমাদের প্রত্যাশা।”
পরীক্ষার আহ্বায়ক মুমিনুল হক বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য, হল পরিদর্শক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন।
সিটিজিপোস্ট/জাউ

.jpg%3Fv%3D1761981742983&w=3840&q=75)


