সিআইইউতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক 'সাহিত্যে ক্যারিয়ার গড়ার উপায়'

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

সিআইইউতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক 'সাহিত্যে ক্যারিয়ার গড়ার উপায়'

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ক্যারিয়ার টক :হাউ টু পারসু আ ক্যারিয়ার ইন লিটারেচার?'

সাহিত্যকে কীভাবে পেশা হিসেবে গ্রহণ করা যায়, সেই ভাবনাকেই কেন্দ্র করে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের মিডিয়া সেক্রেটারি মুমতাহিনা ইসলাম।

নগরীর জামালখানস্থ সিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন তরুণ ঔপন্যাসিক ও অনুবাদক, ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল ফাহাদ।

তিনি নিজের সাহিত্যজীবনের পথচলা, অনুপ্রেরণা এবং লেখালেখিকে পেশা হিসেবে গড়ে তোলার নানা বাস্তব দিকনির্দেশনা তুলে ধরেন।

বক্তব্যে আবদুল্লাহ আল ফাহাদ বলেন, “লেখালেখি কোনো তাৎক্ষণিক সাফল্যের গল্প নয়। এটি দীর্ঘ ধৈর্য, পাঠাভ্যাস ও আত্মজিজ্ঞাসার ফল। সাহিত্য যদি নিজের সত্যকে খুঁজে নেওয়ার উপায় হয়, তবে সেটিই আসল সফলতা।”

অনুবাদ ও মৌলিক উভয় ধারাতেই সমাদৃত এই লেখকের অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘ওয়ান থাউজ্যান্ড গজ (১০০০ গজ)’, ‘দ্য গিভার’ ও ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’। অন্যদিকে, তাঁর মৌলিক উপন্যাস ‘শহর’, ‘নরক’, ‘কাসা ডিয়াবলো’ ও ‘বুলেট কিংবা ভালোবাসায়’ ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর শারমিন রড্রিক্স।

তিনি বলেন, “সৃজনশীলতা শুধু মেধার প্রকাশ নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। তরুণরা যদি লেখালেখির মাধ্যমে সমাজকে চিনতে শেখে, তবে সাহিত্যই হতে পারে তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”

ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের মডারেটর শাকিলা মুশতাক জানান, এই আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণদের সামনে লেখালেখিকে পেশাগতভাবে এগিয়ে নেওয়ার পথটি স্পষ্ট করা।

সফলভাবে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল সিটিজিপোস্ট ও গণতার, কন্টেন্ট পার্টনার ছিল দ্য কমন রান এবং কমিউনিটি পার্টনার হিসেবে অংশ নেয় নবজাগরণ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন ডিন, ক্লাব মডারেটর ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

ক্যাটাগরি:
চট্টগ্রাম