চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে থানার সামনে বিক্ষোভ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকলিয়া থানা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের পর মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১ নভেম্বর) বিকেলে পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউসিং এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রায় তিন ঘণ্টা পাঁচলাইশ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ মে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলায় মোহাম্মদ সালাউদ্দিনকে আসামি করা হয়। মামলাটি দঃবি ১৪৩/১৮৬/৩০২/৩৫৩/৪২৭/৩৪ ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শনিবার বিকেল ৩টার দিকে নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি আবুল কাশেম মাতব্বর ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী থানার সামনে বিক্ষোভ করেন। এসময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন।
পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশ ইসলামী আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করলে তারা সন্ধ্যা ৬টার দিকে থানার প্রাঙ্গণ ত্যাগ করেন।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, একটি মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর দলটির নেতারা থানার সামনে বিক্ষোভ করেছেন। গ্রেপ্তার নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা থানার সামনে থেকে চলে গেছে।
_(7).jpg?v=1762011605690)
উল্লেখ্য, মোহাম্মদ সালাউদ্দিন পূর্বে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে একাধিক প্রমাণ রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, তার রাজনৈতিক অতীত ও চলমান মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার স্বাভাবিক হলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টিকে ইস্যু বানিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
.jpg%3Fv%3D1762078412350&w=3840&q=75)
.jpg%3Fv%3D1761981742983&w=3840&q=75)


