যুক্তিবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ: ডাক্তার শাহাদাত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ অক্টোবর, ২০২৫

যুক্তিবোধে উজ্জীবিত তরুণ প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ: ডাক্তার শাহাদাত

মুক্তবোধ ও আলোকিত মনের চর্চা বিতর্ক। বিতর্কিকরা পারে একটি নতুন দিনের, নতুন প্রজন্মের স্বপ্ন দেখাতে। সম্ভবনাময় আগামীর প্রত্যয়ে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে উদ্বোধন হয়েছে রবি দৃষ্টি বির্তক প্রতিযোগিতা।

এ বির্তক প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজের শতাধিক বির্তাকিক অংশ গ্রহণ করেন। রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা শাহাদত হোসেন।

জাতীয় সংগীত ও চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধন স্মারক পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা.আবদুন নূর তুষার, রবি আজিয়াটা লিমিটেডের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান, শিক্ষাবিদ বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী সঞ্চালনা করেন সহ সভাপতি সাবের শাহ।

সিটি মেয়র বলেন, চট্টগ্রাম একটা প্রকৃতিক শহর। এখানে নদী আছে, সাগর আছে, পাহাড় আছে। এ শহরের মানুষ স্বাধীনচেতা। এ শহরকে ক্লিন গ্রিন হেলদি সেইফ সিটি হিসেবে তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন কাজ করছি। আমরা বিনা-মূল্যে ১ থেকে ১৫ বয়সী সন্তানদের টাইফয়েড টিকা দিচ্ছি। নারীদের ক্যান্সার সচেতনতা তৈরিতে আমরা কাজ করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। অক্টোবর মাসকে পিংক মাস হিসেবে ঘোষণা করেছি।

তিনি আরো বলেন, চট্টগ্রামের বিতর্কিকরা সবসময় এগিয়ে আছে এগিয়ে থাকবে কারণ চট্টগ্রামের মানুষের মধ্যে এমন একটি বিপ্লবী চেতনা কাজ করে যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। দৃষ্টি এবং রবিকে ধন্যবাদ জানায় এই মহত উদ্যেগের জন্য। আপনাদের মত অনন্য সামাজিক সংগঠন এগিয়ে আসলে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে।

এসময় মেয়র আগামী জানুয়ারিতে চট্টগ্রামসহ সারাদেশের স্কুল কলেজ নিয়ে মেয়র গোল্ডকাপ বিতর্ক প্রতিযোগিতার ঘোষণা করেন।

ডা. আবদুন নূর তুষার বলেন, বাঙালি আর কিছু করতে পারে বা না পারে বির্তক করতে পারে। আমরা অনেক জায়গায় সারাবিশ্বে প্রথম হতে পারিনি। আমাদের ক্রিকেটের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথম হতে পারি নি। ফুটবলে সেরা হতে পারি নি। কিন্ত এক জায়গায় আমরা সেরা হতে পেরেছি। তা হলো বির্তক। এ সফলতার পিছনে কাজ করছে দৃষ্টি চট্টগ্রাম। গত ৩২ বছরের মেধা মননে যুক্তনির্ভর তারুন্য গড়তে কাজ করছে দৃষ্টি চট্টগ্রাম।

তোমরা আগামীর ভবিষ্যত, তোমরা আগামীর নেতৃত্ব, তোমরা আগামী বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ বির্তকে সারাবিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, জীবনের সফলতা ব্যর্থতা সমান্তরাল রেখার মতো। যে যত বেশি ব্যর্থ হয়েছে সে জীবন তত বড় সফল হয়েছে। আমাদের যত কাজ এর মাঝে বেদনা, দুঃখ, কষ্ট থাকে। এর মাঝে এগুলো কাটিয়ে সফলতার উচ্চ পর্যায়ে চলে যায়। মানুষ এ বেদনার মধ্যে দিয়ে শ্রেষ্ট মানুষ হিসেবে। মানুষের হৃদয় এ বেদনার মধ্যে দিয়ে সফলতার উচ্চ শিখরে পৌছায়। অন্যের কষ্ট তোমাকে বেদনা দেয় নিজের বেদনা কাতর হয়ো। আমরা যদি এ বাংলাদেশ তৈরি করেত পারে তাহলে আমরা সত্যিকারের বাংলাদেশ তৈরি করতে পারি। এ সমাজ বদলতে পারব।

শরিফ শাহ জামাল রাজ বলেন, রবি দৃষ্টি বির্তক প্রতিযোগিতা এমন একটি প্লার্টফর্ম যেখানে তরুণ প্রজন্মকে শেখায় চিন্তা করার, যুক্তি গঠন করার, অন্যমতকে শ্রদ্ধা করার। রবি বিশ্বাস করে প্রকৃত চিন্তা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে একজন নাগরিক তৈরি হয়। আগামী দিনের সত্যি করারের নেতা তৈরি করবে৷ রবি সবসময় পাশে থাকবে, যুক্তি, বুদ্ধি চিন্তাধারা সমানের ইতিবাচক পরিবর্তন সাহায্য করে।

দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন,বির্তকরা করা মানে নিজেকে সমৃদ্ধ করা৷ যুক্তি দিয়ে নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে যুক্তি দিয়ে, মনন দিয়ে নিজের এগিয়ে নিতে পারবে। মেধা মমনে এগিয়ে নিতে বির্তক বড় ভুমিকা পালন করে৷

চট্টগ্রামের সাংগঠনিক বির্তকের ৩০তম বছর। আগামী বছর ৩১তম বির্তক প্রতিযোগতা আয়োজন করব। আগামী বছর ৩১তম বিতর্ক প্রতিযোগিতা সারাদেশ ব্যাপী আয়োজন করতে করতে সবার সহযোগিতা কামনা করছি।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম