পটিয়ায় জামায়াতের উদ্যোগে ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫

পটিয়া পৌরসদরের ৪নং ওয়ার্ডে ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং জামায়াত মনোনীত চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলমের তত্ত্বাবধানে স্থানীয় পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন। এছাড়া তাৎক্ষণিকভাবে ডায়াবেটিক পরীক্ষা, ইসিজি ও অন্যান্য সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাফফর আহমদ, চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স ফোরামের সহ-সভাপতি আকতার হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাষ্টার আবু নাছের শেখ, কালারপোল থানা জামায়াত আমির মাষ্টার নাছির উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, রিয়াজ উদ্দীন ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মাহবুব আলম, পৌর জামায়াত নেতা আবুল হোসেন, গাজী মুহাম্মদ হেলাল, ওয়ার্ড জামায়াত সেক্রেটারি গাজী নজরুল ইসলাম, পটিয়া শহর শিবির সভাপতি মাহবুব উল্লাহ, এবং পটিয়া সরকারি কলেজ শিবির সভাপতি গাজী আবুল হাসনাত জুবায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণকে স্বাস্থ্যসেবার জন্য আর ভোগান্তি পোহাতে হবে না। মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে চিকিৎসা সেবা। দেশের বেসরকারি স্বাস্থ্যখাতে জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা, ব্যবসা ও উন্নয়ন খাতেও দলটি ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। সৎ, দক্ষ ও মেধাবী নেতৃত্বের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়।”
সিটিজিপোস্ট/জাউ




