সৈকত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ নভেম্বর, ২০২৫

সৈকত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দখল ও ব্যবসা বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে মেয়র বলেন, “পতেঙ্গা সমুদ্রসৈকত চট্টগ্রামের অমূল্য সম্পদ। বারবার সতর্ক করার পরও যারা সৈকত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৈকত দেশের ও আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাই এটিকে সুশৃঙ্খল ও সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সৈকত এমন এক জায়গা যেখানে মানুষ একটু সময় কাটাতে আসে, বিশ্রাম নিতে আসে। সেখানে কেউ ওয়াকওয়ে বা জনসাধারণের চলাচলের পথ দখল করে টেবিল–ছাতা বসিয়ে ব্যবসা চালাতে পারবে না। পর্যটকদের জোর করে খাবার খাওয়ানো বা বাড়তি বিল চাপিয়ে দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। এসব কর্মকাণ্ড সৈকতের ভাবমূর্তি ও পরিবেশের ক্ষতি করে—এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”

মেয়র ডা. শাহাদাত জানান, ‘‘সৈকতের পেছনের অংশে যথেষ্ট দোকান ও খাবারের ব্যবস্থা রয়েছে। তাই বিচ এলাকায় স্থায়ী দোকান বা হোটেল নির্মাণের কোনো সুযোগ নেই। “আমি একাধিকবার দোকানদারদের সঙ্গে কথা বলেছি, তারা সম্মতিও জানিয়েছেন যে সৈকত এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এরপরও কেউ দখল অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে,” বলেন তিনি।’’

মেয়র আরও জানান, ‘‘জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ট্যুরিস্ট পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।’’

ক্যাটাগরি:
চট্টগ্রাম